সিকিমের তিস্তায় আকস্মিক বন্যা: যেভাবে নিখোঁজ হলেন ২২ সেনা সদস্য
হিমালয়ার ছোট রাজ্য সিকিমে ব্যাপক বৃষ্টি ও আকস্মিক বন্যা যা স্থানীয়ভাবে হড়পা বান নামে পরিচিত, তাতে এ পর্যন্ত সেনাবাহিনীর ২২ জন সদস্য সহ ৮২ জন নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনীর ২৩ জন ভেসে গিয়েছিলেন, একজনকে জীবিত উদ্ধার করা গেছে। মোট মৃতের সংখ্যা রাতে বেড়ে হয়েছে ১০।
একই সাথে সেনাবাহিনী ও ভারত তিব্বত সীমা পুলিশের অনেকগুলি ছাউনি, গাড়ি এবং বহু বসতবাড়ি নদীর জলে ভেসে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিকিমের তিস্তা নদীতে এমন ভয়াবহ জলের তোড় আর ধ্বংসলীলা তারা কখনও দেখেছেন বলে মনে করতে পারছেন না।
সিকিম থেকে বানের জলে ভেসে আসা দুটি মৃতদেহ এবং সাতটি সেনাবাহিনীর গাড়ি তিস্তা নদীর ওপরে তৈরি গাজোলডোবা ব্যারেজে আটকে যাওয়ার পরে উদ্ধার করা হয়েছে।
উত্তরবঙ্গের নদী বিশেষজ্ঞরা বলছেন, বুধবার মানে আজকের রাত খুবই উদ্বেগজনক হতে চলেছে।
তাদের কথায় সিকিমে এখনও বৃষ্টি হয়ে চলেছে, সঙ্গে তিস্তার ওপরে তৈরি একাধিক বাঁধ থেকে জল ছাড়া হয়েছে।
সেই জল সমতলে নামছে এবং এরপরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।