Income at home!

 

বাড়ি বসে ইনকাম! হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে রোজ হবে মোটা টাকা আয়..


হোয়াটসঅ্যাপে সাম্প্রতিক কালে যে নতুন ফিচার্সগুলি এসেছে তার মধ্যে অন্যতম চ্যানেলস। যেখানে বড় বড় তারকা, সেলেব্রিটি, বিশিষ্ট ব্যক্তিদের ফলো করার সুবিধা রয়েছে। তবে এই প্ল্যাটফর্ম শুধু তাদের জন্য নয়, একজন সাধারণ মানুষও খুলতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেল।
মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলস সকলের জন্য উন্মুক্ত। এখানে ইউজাররা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরি করার সুযোগ পাবে। তবে শুধু সামাজিক পরিচিতি নয় বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।
এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কী কী উপায়ে আয় করা যাবে সেই তথ্যও আলোচনা করা হল। চলুন ঝটপট জেনে নেওয়া যাক।
আপনার যদি ছোট ব্যবসা থাকে অথবা সদ্য নতুন ব্যবসা খুলে থাকেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই নিজের ক্যাটালগ দেখাতে পারেন। তাঁদের অর্ডার নেওয়া এবং পেমেন্ট সাপোর্টও দিতে পারেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। এ ছাড়া কারও যদি ব্যবসা নাও থাকে সে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি উপায় যার মাধ্যমে আপনি কোনও বিপণন সংস্থার পণ্য বিক্রি করলে তার থেকে উত্পন্ন রেভেনিউ-এ নির্দিষ্ট অংশের লাভ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেই সুযোগ রয়েছে। সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের সেই সকল পণ্যের লিঙ্ক পাঠাতে পারেন যা থেকে আয় হতে পারে আপনারও।

<script type="text/javascript"> atOptions = { 'key' : 'a6a56f7f46351fa2e63e3070ecf004bb', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.profitablecreativeformat.com/a6a56f7f46351fa2e63e3070ecf004bb/invoke.js"></scr' + 'ipt>'); </script><script type="text/javascript">

atOptions = { 'key' : 'a6a56f7f46351fa2e63e3070ecf004bb', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.profitablecreativeformat.com/a6a56f7f46351fa2e63e3070ecf004bb/invoke.js"></scr' + 'ipt>'); </script>

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন